গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য :
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)অধ্যাদেশ ১৯৮৩ এর ১মতফসিলের ২য় অংশে গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) যে ক্ষমতা ওকর্তব্যবের কথা উল্লেখ করা হয়েছে তা নিম্নবূপ
(১)দিনে ও রাতে ইউনিয়ন পাহারা ও টহলদারী করবে ।
(২)অপরাদের সঙ্গে সঙশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করবে এবং আপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে সাধ্যমত সহায়তা করবে ।
(৩) চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবে ।
(৪)অন্য নিদের্শ না থাকিলে প্রতি ১৫দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবে ।
(৫) ইউনিয়নের সন্দেহবাজন/খারাপ চরিত্রের লোকদের গতি বিধি লক্ষ্য করবেএবং যথা সময়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবে ।পার্শ্ববর্তী এলাকাহতে আগত কোন সন্দেহ বাজন ব্যক্তির পরিস্থিতি সম্পর্কেও থানার বারপ্রাপ্তকর্মকর্তাকে অবহিত করবে ।
(৬)ইউনিয়ন লুকিয়ে থাকা কোন ব্যক্তি,যার জীবন ধারনের জন্য প্রকাশ্য কোনআয় নেই,বাযে তার নিজের পরিচয় সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেনা এমন রোকসম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস